বিরাট কোহলি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার যিনি বর্তমানে ভারতের জাতীয় দলের অধিনায়ক। একটি মার্জিত ডানহাতি ব্যাটসম্যান, কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়।
ওডিআই অভিষেক (ক্যাপ 175): 18 আগস্ট 2008 বনাম শ্রীলঙ্কা
টেস্ট অভিষেক (ক্যাপ 269): ২0 জুন ২011 ওয়েস্ট ইন্ডিজ